News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৯

কী অবস্থায় জোশীমঠের পরিস্থিতি। মমতার ভবানীপুরে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে সুব্রত, ফিরহাদ। ত্রিপুরায় বিজেপির রথযাত্রায় মিঠুন, শুভেন্দু। ভারত-শ্রীলঙ্কা প্রথম এক দিনের ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ০৭:২৭
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে আজ দুপুর ১টায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি করবে তৃণমূল। ফাইল ছবি।

জোশীমঠ পরিস্থিতি

Advertisement

উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে ছোট্ট পাহাড়ি জনপদ জোশীমঠের বিভিন্ন বাড়ি, হোটেলে ফাটল দেখা দিয়েছে। সময় যত গড়াচ্ছে, সেই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। ভেঙে পড়েছে পরিত্যক্ত মন্দির। আতঙ্কে প্রবল ঠান্ডার মধ্যেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছে সেখানকার প্রায় ৬০০টি পরিবার। জোশীমঠ বসবাসের উপযুক্ত নয় বলে জানিয়েছে সে রাজ্যের প্রশাসন। এমনকি ‘বিপর্যয়গ্রস্ত’ তকমাও দেওয়া হয়েছে উত্তরাখণ্ডের এই শহরকে। অন্য দিকে, এই জনপদকে বাঁচানো সম্ভব কি না, তা খতিয়ে দেখতে ৭ সদস্যের দল তৈরি করেছে কেন্দ্র। ওই দল ইতিমধ্যে পর্যালোচনা শুরু করেছে। আজ, মঙ্গলবার নজর থাকবে এই সংক্রান্ত আরও খবরের দিকে।

মমতার ভবানীপুরে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে সুব্রত, ফিরহাদ

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে আজ দুপুর ১টায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি করবে তৃণমূল। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন তৃণমূল নেতা সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ এই খবরের দিকে নজর থাকবে।

বিজেপির রথযাত্রায় শুভেন্দু, মিঠুন ত্রিপুরায়

আজ ত্রিপুরা সফরে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানে তাঁদের একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। এ ছাড়া সে রাজ্যে বিজেপির রথযাত্রায় অংশ নেবেন মিঠুন। নজর থাকবে এই খবরের দিকে।

রাজ্যের আবহাওয়া কেমন?

জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। প্রায় সর্বত্রই পারদ নিম্নমুখী। কনকনে ঠান্ডা কলকাতাতেও। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। সাম্প্রতিক কালে যা রেকর্ড। আবহাওয়া দফতর জানিয়েছে, এমন পরিস্থিতি আরও ক’দিন থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে নীচে। প্রবল ঠান্ডায় পুরো উত্তরবঙ্গে কাঁপছে। আজ আবহাওয়া সংক্রান্ত অন্যান্য খবরের দিকে নজর থাকবে।

ভারত-শ্রীলঙ্কা প্রথম এক দিনের ম্যাচ

আজ ভারত ও শ্রীলঙ্কার প্রথম এক দিনের ম্যাচ রয়েছে। দুপুর দেড়টা থেকে এই খেলাটি শুরু হবে। আজ নজর থাকবে এই খেলার দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

শীতে কাবু উত্তর ভারত

উত্তর ভারতে শীতের দাপট। অনেক জায়গায় পারদ ৩ ডিগ্রিতে নেমে গিয়েছে। তীব্র ঠান্ডায় কাঁপছে দিল্লি। রাজধানীর তাপমাত্রা পাহাড়ি শহরগুলোর সঙ্গে টেক্কা দিচ্ছে। দিল্লির কিছু জায়গায় তাপমাত্রা কমে হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি ছাড়া ভারতের উত্তর-পশ্চিম রাজ্যগুলিতেও কড়া ঠান্ডা পড়েছে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় চলছে শীতের দাপট। আজ সেখানকার আবহাওয়ার খবরের দিকে নজর থাকবে।

করোনা পরিস্থিতি

চিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সে দেশের তৃতীয় জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত! ওই প্রদেশে করোনা আক্রান্ত প্রায় ৮.৮৫ কোটি মানুষ। অন্য দিকে, ভারতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তবে বিদেশ ফেরত অনেকের মধ্যে করোনার নতুন রূপের সন্ধান মিলেছে। আজ নজর থাকবে করোনা পরিস্থিতির দিকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি

শুক্রবার দুপুর থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করার কথা জানিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতি-বার্তায় শুরু থেকেই ভরসা রাখেনি ইউক্রেন। ওইটুকু সময়ের মধ্যে কমপক্ষে ১৪ বার ইউক্রেনের দিকে গোলা ছোড়ে রাশিয়া। যা নিয়ে দুই দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়েছে। আজ নজর থাকবে এই খবরের দিকে।

বাংলা-বরোদা রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিন

আজ বাংলা ও বরোদার রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিন। সকাল ৯টা থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার ফলাফলের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement