sabrimala

শবরীমালায় প্রবেশের ইচ্ছা ফেসবুকে জানাতেই বিক্ষোভের মুখে শিক্ষিকা

রেশমার এই সংকল্প জানার পর হিন্দুত্ববাদী সংগঠনের একদল সমর্থক তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁর উদ্দেশে হুমকি দিয়ে শ্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা

কান্নুর শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৭:৪৬
Share:

ছবি- টুইটারের সৌজন্যে।

শবরীমালার আয়াপ্পা মন্দিরের গর্ভগৃহে ঢোকার ইচ্ছা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে এই মন্দিরের দরজা এখন সব বয়সের মহিলার জন্য খোলা। কিন্তু বাস্তব পরিস্থিতি যে তাতে এতটুকু বদলায়নি, কেরলের রেশমা নিশান্ত তা অচিরেই টের পেলেন।

Advertisement

রেশমার এই সংকল্প জানার পর হিন্দুত্ববাদী সংগঠনের একদল সমর্থক তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁর উদ্দেশে হুমকি দিয়ে শ্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। কোনও পরিস্থিতিতেই তিনি যেমন্দিরে প্রবেশাধিকার পাবেন না, তা বুঝিয়ে দেয় বিক্ষোভকারীরা।

গত মাসেই ১০-৫০ বছরের মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।এর পরই কেরল জুড়ে শুরু হয় বিক্ষোভ।এই মরসুমের জন্য মঙ্গলবারই মন্দিরের দরজা খুলে দেওয়ার কথা। তবে শীর্ষ আদালতের নির্দেশ মতো সকল বয়সের মহিলারা আয়াপ্পার মন্দিরে ঢুকতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভক্তদের একাংশ ইতিমধ্যেই হঁশিয়ারি দিতে শুরু করেছেন, মহিলাদের প্রবেশ রুখতে প্রয়োজনে তাঁরা রাস্তায় শুয়ে পড়বেন।

Advertisement

পেশায় কলেজ শিক্ষিকা, বছর বত্রিশের রেশমার কাছে এই সমস্ত হঁশিয়ারি উপেক্ষা করে মন্দিরে প্রবেশের চেষ্টা বৈপ্লবিক কিছু নয়। তাঁর ফেসবুক পোস্ট বলছে, ‘এক জন ভক্তের সাহসী পদক্ষেপ ভবিষ্যতে বহু ভক্তকে ওই মন্দিরে প্রবেশের প্রেরণা দেবে।’’

আরও পড়ুন- মহিলারা শবরীমালায় প্রবেশ করলে গণ-আত্মহত্যা, হুমকি কেরল শিবসেনার​

আরও পড়ুন- #মিটু বিতর্ক: মানহানির মামলা ঠুকলেন আকবর​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement