DIG Shoots Himself

অবসাদের জের? পিস্তল দিয়ে গুলি চালিয়ে নিজেকে শেষ করলেন কোয়ম্বত্তূরের ডিআইজি

শুক্রবার সকালে ক্যাম্প অফিসের সামনে পিস্তল দিয়ে গুলি চালিয়ে নিজেকে শেষ করেন ডিআইজি। ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার তিনি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কোয়ম্বত্তূর শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ০৯:৩৮
Share:

—প্রতীকী চিত্র।

পিস্তল দিয়ে গুলি চালিয়ে নিজেকে শেষ করলেন তামিলনাড়ুর কোয়ম্বত্তূরের ডিআইজি সি বিজয়কুমার। শুক্রবার সকালে তাঁর ক্যাম্প অফিসের সামনে আত্মহত্যা করেন তিনি। ডিআইজি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তবে ঠিক কী কারণে আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ডিআইজি। সকাল ৬টা ৪৫ মিনিটে ক্যাম্প অফিসে ফিরে আসেন তিনি। তার পরই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে তাঁর পিস্তলটি দিতে বলেন। পিস্তলটি নিয়ে অফিসের বাইরে বেরোন ডিআইজি। সকাল ৬টা ৫০ মিনিটে ওই পিস্তল দিয়ে গুলি চালিয়ে নিজেকে শেষ করেন তিনি।

ক্যাম্প অফিসে কর্তব্যরত অন্য আধিকারিকেরা খবর দেন শীর্ষ আধিকারিকদের। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পুলিশ সূত্রে দাবি, গত কয়েক সপ্তাহ ধরে ঠিকমতো ঘুম হচ্ছিল না তাঁর। এ কথা সহকর্মীদের বলেছিলেন ডিআইজি। তিনি অবসাদেও ভুগছিলেন বলে দাবি। তবে কী কারণে এমন কাণ্ড ঘটালেন ডিআইজি, তার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

চলতি বছরের ৬ জানুয়ারি কোয়ম্বত্তূরের ডিআইজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন বিজয়কুমার। ২০০৯ ব্যাচের আইপিএস অফিসার তিনি। অতীতে কাঞ্চিপুরম, নাগাপত্তিনম, তিরুভারুর জেলার পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন। পরে চেন্নাইয়ের অন্না নগরে ডেপুটি কমিশনার পদেও দায়িত্ব সামলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement