ছবি সৌজন্য টুইটার।
মেঘভাঙা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ধস নেমে এল উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার রামগড়ের একটি গ্রামে। ধসের নীচে বেশ কয়েক জনের আটকে থাকার আশঙ্কা করছে জেলা প্রশাসন। নৈনিতালের স্পেশাল পুলিশ সুপার প্রীতি প্রিয়দর্শিনী জানিয়েছেন, বেশ কয়েক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধসের নীচে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই গত দু’দিন ধরেই উত্তরাখণ্ডের নৈনিতাল-সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট এমনকি বাড়িতেও জল ঢুকে পড়েছে। যার জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবারই প্রবল বৃষ্টিতে তিন জনের মৃত্যু হয়েছে রাজ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চারধাম যাত্রায় পূণ্যার্থীদের আপাতত যেতে নিষেধ করা হয়েছে।
গোটা পরিস্থিতি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।