এনভি রমনা।
দেশের গোয়েন্দা সংস্থাগুলির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনা। তাঁর দাবি, প্রভাবশালীদের বিরুদ্ধে কোনও মামলার রায় যদি মনঃপুত না হয়, তার জন্য বিচারপতিদের হেনস্থা করা হয়। অথচ তা নিয়ে অভিযোগ জানাতে গেলে গোয়েন্দারা কোনও সাড়াশব্দই করেন না।
প্রাতর্ভ্রমণে বেরিয়ে সম্প্রতি অটোর নীচে চাপা পড়ে মৃত্যু হয় ধানবাদ আদালতের অতিরিক্ত জেলা বিচারক উত্তম আনন্দ। এক গ্যাংস্টারের জামিনের মামলা, এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের মামলা, ভুয়ো লটারির টিকিট বিক্রি, স্কলারশিপ দুর্নীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি করছিলেন তিনি। স্বতঃপ্রণোদিত ভাবে তাঁর মৃত্যু নিয়ে মামলা গ্রহণ করে শীর্ষ আদালত।
শুক্রবার সেই মামলার শুনানিতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই), আইবি এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি রমনা। তিনি বলেন, ‘‘রায় মনঃপুত না হলেই বিচারবিভাগের গায়ে কাদা ছোড়া হয়। প্রভাবশালীদের মামলায় লাগাতার হেনস্থা করা হয় বিচারপতিদের। সিবিআই, আইবি, কোনও সংস্থার সহযোগিতা মেলে না। কোনও বিচারপতি এ নিয়ে অভিযোগ করলেও, সাড়াশব্দ করে না কেউ। কোনও সংস্থাই বিচারব্যবস্থার সঙ্গে সহযোগিতা করে না।’’
ধানবাদের বিচারকের মৃত্যু মামলা দু’দিন আগেই সিবিআই-এর হাতে উঠেছে। সমস্ত তথ্যপ্রমাণ এবং বয়ান নথিভুক্ত করেছে তারা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘাটক অটোটিকেও বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু পুলিশের কাছ থেকে সেটি চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।