CISCE: জুলাইয়ে ফল প্রকাশিত হতে পারে আইসিএসই-র, ২পরীক্ষার নম্বর কী ভাবে যোগ হবে মার্কশিটে

দ্বিতীয় পরীক্ষা সম্প্রতি শেষ হয়েছে। শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ। করোনা পরিস্থিতিতে এ বার একটির পরিবর্তে দু’টি পরীক্ষা নিয়েছে ওই বোর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১৬:৩২
Share:

ফাইল চিত্র।

দ্য কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস এ বার দু’টি পরীক্ষা নিয়েছে ওই বোর্ডের দশম শ্রেণির পড়ুয়াদের। আইসিএসই-র ফল প্রকাশ হতে পারে জুলাই মাসে। দ্বিতীয় পরীক্ষা সম্প্রতি শেষ হয়েছে। শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ। করোনা পরিস্থিতিতে এ বার একটির পরিবর্তে দু’টি পরীক্ষা নিয়েছে ওই বোর্ড। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে কী ভাবে মার্কশিটে এই দুই পরীক্ষার নম্বর যুক্ত হবে?
অন্যান্য বারের মতো এ বার শুধুমাত্র ফাইনাল পরীক্ষার নম্বর এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বরই নয়, যুক্ত হবে প্রথম সেমেস্টারের নম্বরও। প্রথম সেমেস্টারে পড়ুয়ারা অবজেক্টিভ টাইপ প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছিল। দ্বিতীয় সেমেস্টারে তা হয়নি। এই দুই পরীক্ষার এবং স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর যোগ হবে চূড়ান্ত মার্কশিটে। তবে এখনও বোর্ডের তরফে জানানো হয়নি কোন পরীক্ষার গুরুত্ব কতটা হবে। অর্থাৎ এই সংক্রান্ত কোনও ফরমুলা এখনও পর্যন্ত ঘোষণা করেনি বোর্ড।

Advertisement

ফলপ্রকাশের পর ৬০ দিন উত্তরপত্রগুলি বোর্ড সংরক্ষণ করবে। বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়নে অসন্তুষ্ট কোনও পড়ুয়া পুনর্মূল্যায়নের আবেদন জানাতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement