Murder

দিল্লিতে উদ্ধার টুকরো করা দেহ, ঘটনায় কি জঙ্গিযোগ, তদন্তে পুলিশ

খুন হওয়া ব্যক্তিটি কে, তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশের একটি সূত্রের দাবি, ধৃত জগ্গা এবং নওশাদ ওই বাড়িতেই খুন করেন এবং সেটি ভিডিয়ো রেকর্ডও করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৮:৫০
Share:

দিল্লি রাস্তার উদ্ধার এক ব্যক্তির টুকরো দেহ। প্রতীকী ছবি।

উত্তর দিল্লির রাস্তা থেকে এক ব্যক্তির টুকরো করা দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তার আগেই বৃহস্পতিবার ভালস্ব এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হলেন জগজিৎ সিংহ ওরফে জগ্গা এবং নওশাদ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে ভালস্ব এলাকায় ওই টুকরো করা দেহের হদিস পায় পুলিশ।

Advertisement

খুন হওয়া ব্যক্তিটি কে, তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রজাতন্ত্র দিবসের আগে হামলা হতে পারে এমন খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে দিল্লি পুলিশ। জহাঙ্গিরপুরীতে তল্লাশি চালানোর সময় জগ্গা এবং নওশাদের খোঁজ পায় তারা। ভালস্ব ডায়েরি এলাকায় শ্রদ্ধানন্দ কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা।

বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে নওশাদ এবং জগ্গাকে গ্রেফতার করে পুলিশ। ওই বাড়ি থেকে ৩টি পিস্তল এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার হয়। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, যে ঘরে নওশাদরা থাকতেন সেই ঘরে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। তখনই তাঁদের সন্দেহ হয়। ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকা হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ভালস্ব এলাকায় এক ব্যক্তিকে খুন করে দেহ টুকরো করা হয়েছে।

Advertisement

পুলিশের একটি সূত্রের দাবি, জগ্গা এবং নওশাদ ওই বাড়িতেই খুন করেন এবং সেটি ভিডিয়ো রেকর্ডও করা হয়। ওই সূত্রের দাবি, তদন্তে জানা গিয়েছে, জগ্গা এবং নওশাদ খলিস্তানি জঙ্গিনেতা অর্শদীপ সিংহ ওরফে অর্শ দাল্লার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তাঁর নির্দেশ মতো কাজ করছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement