কন্দহর-কাণ্ডে অভিযুক্ত পাক জঙ্গি রউফ। ছবি: সংগৃহীত।
কন্দহর বিমান ছিনতাই কাণ্ডে অভিযুক্ত জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর নেতা আব্দুল রউফ আজহারের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রাষ্ট্রপুঞ্জে সক্রিয় হয়েছিল ভারত এবং আমেরিকা। কিন্তু বাধ সাধল চিন।
রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের বৈঠকে বুধবার সমস্ত সদস্যরাষ্ট্রই রউফের বিরুদ্ধে নিযেধাজ্ঞা আরোপের পদক্ষেপে সমর্থন জানিয়েছে। একমাত্র ব্যতিক্রম, ভেটো প্রদানের ক্ষমতাধারী চিন। শি জিনপিংয়ের দেশের বাধাতেই ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ওই পাক জঙ্গিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে তকমা দেওয়ার প্রস্তাবটি সাময়িক ভাবে মুলতুবি রাখা হয়েছে।
প্রসঙ্গত, জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রেও একাধিক বার নিরাপত্তা পরিষদে বাধা দিয়েছিল চিন। দীর্ঘ টানাপড়েনের পর আন্তর্জাতিক দুনিয়ার চাপে ২০১৯ সালে সেই প্রস্তাবে বেজিং সায় দিয়েছিল। শুধু ১৯৯৯ সালের কন্দহর বিমান ছিনতাই-কাণ্ড নয়, ২০০১-এর সংসদ হামলা এবং ২০১৬-য় পাকিস্তানের পঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে ফিদায়েঁ হানার ঘটনাতেও অন্যতম অভিযুক্ত মাসুদ আজহারের ভাই রউফ।