বিচারপতি এন ভি রমন্না। ফাইল চিত্র।
নিজের উত্তরসূরি হিসাবে বিচারপতি এন ভি রমন্নার নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। আগামী ২৩ এপ্রিল অবসর নেওয়ার কথা বিচারপতি বোবদের। তার পরেই নতুন প্রধান বিচারপতি নিযুক্ত হবেন।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত সপ্তাহে বিচারপতি বোবদের কাছে কেন্দ্র জানতে চায় পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন। গত শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিচারপতি বোবদের কাছে চিঠি পাঠিয়ে তাঁর প্রস্তাব পাঠাতে বলেন। তখনই নাকি এন ভি রমন্নার নাম প্রস্তাব করেন বোবদে।
বর্তমানে সুপ্রিম কোর্টে এস এ বোবদের পরে সবথেকে বর্ষীয়ান বিচারপতি এন ভি রমন্না। ১৯৫৭ সালের ২৭ অগস্ট তাঁর জন্ম। ২০২২ সালের ২৬ অগস্ট পর্যন্ত তাঁর কার্যকাল রয়েছে। অর্থাত্ বিচারপতি বোবদের পরে তিনি দায়িত্ব নিলে ১ বছরের বেশি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি।
ভারতের আইন ব্যবস্থার সর্বোচ্চ পদে সাধারণত সবথেকে বর্ষীয়ান বিচারপতিকে নিয়োগ করা হয়। অবশ্য দেখতে হয় তিনি শারীরিক ভাবে কর্মক্ষম কি না। তবে নিয়োগ করার আগে বর্তমান প্রধান বিচারপতির কাছ থেকে প্রস্তাব চেয়ে পাঠায় কেন্দ্র। এ ক্ষেত্রেও সেই পদ্ধতিই মেনে চলা হচ্ছে।