E-filing 2.0

মামলা রুজুতে ‘ই-ফাইলিং ২.০’! বৈদ্যুতিন পরিষেবা ২৪ ঘণ্টাই, উদ্বোধনে বিচারপতি চন্দ্রচূড়

শুক্রবার সুপ্রিম কোর্ট চত্বরে দু’টি পরিষেবাকেন্দ্রের উদ্বোধন করলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সপ্তাহের প্রতি দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই ভার্চুয়াল ব্যবস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০২৩ ১৬:১৬
Share:

বৈদ্যুতিন মাধ্যমে আদালতের কাজকর্ম চালিয়ে যাওয়ার পক্ষে দীর্ঘ দিন ধরেই সওয়াল করছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। —ফাইল ছবি।

মামলা রুজু করার জন্য কোর্ট-কাছারিতে ছুটোছুটির দিন কি শেষ? কারণ, এ বার হাতের নাগালে এল ‘ই-ফাইলিং ২.০’। বৈদ্যুতিন মাধ্যমে মামলা রুজুর নতুন পরিষেবা। শুক্রবার সুপ্রিম কোর্ট চত্বরে এ ধরনের দু’টি পরিষেবাকেন্দ্রের উদ্বোধন করলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সপ্তাহের প্রতি দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই ভার্চুয়াল ব্যবস্থা।

Advertisement

বৈদ্যুতিন মাধ্যমে আদালতের কাজকর্ম চালিয়ে যাওয়ার পক্ষে দীর্ঘ দিন ধরেই সওয়াল করছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। আদালতের বদলে ভার্চুয়াল ভাবে যাতে মামলা রুজু করা যায়, সে রকম বন্দোবস্ত করার পক্ষেই মত তাঁর। এত দিনে সেই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। আইনজীবীরা যাতে এই পরিষেবার সদ্ব্যবহার করেন, সে মর্মে আর্জি জানিয়েছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘‘আজ (শুক্রবার) সকালে ‘ই-ফাইলিং ২.০’ পরিষেবা চালু করেছি আমরা। সমস্ত আইনজীবীর জন্য ২৪x৭ এই সুবিধা পাওয়া যাবে।’’

শুক্রবার সুপ্রিম কোর্ট চত্বরে দু’টি ই-সেবাকেন্দ্রের উদ্বোধন করেন তিনি। প্রধান বিচারপতির কথায়, ‘‘যাঁরা এই প্রযুক্তির সঙ্গে তেমন সড়গড় নন, তাঁদের জন্য এই (ই-সেবাকেন্দ্রের) সুবিধা চালু করা হয়েছে। ‘ই-ফাইলিং ২.০’ ব্যবহার করার জন্য সমস্ত আইনজীবীকে অনুরোধ করব।’’ এই পরিষেবার সাহায্যে মামলা রুজু করা ছাড়াও দেশের যে কোনও আদালতের মামলার সম্পর্কেও জানা যাবে। প্রধান বিচারপতি বলেন, ‘‘ই-সেবাকেন্দ্রে এসে মামলা রুজু করা ছাড়াও গোটা দেশের যে কোনও কোর্টে চলা মামলার অগ্রগতি বিষয়েও জানতে পারবেন যে কেউ।’’

Advertisement

নতুন পরিষেবাকে স্বাগত জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা-সহ অন্য আইনজীবীরা। প্রধান বিচারপতির প্রশংসা করে সলিসিটর জেনারেল বলেন, ‘‘কেবল মাত্র আপনার জন্য (এই পরিষেবা ব্যবহারের) মানসিক বাধা কাটাতে পেরেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement