ছত্তীসগঢ়ের অভিনেতা মনোজ রাজপুত। — ফাইল চিত্র।
আত্মীয়কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৩ বছর ধরে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হলেন ছত্তীসগঢ়ের অভিনেতা-পরিচালক-প্রযোজক মনোজ রাজপুত। ২৯ বছরের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুর্গে অভিনেতার অফিস থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ আধিকারিক রাজকুমার বোরঝা বলেন, ‘‘গত ২২ ফেব্রুয়ারি ওই মহিলা পুরাতন ভিলাই রেলস্টেশন থানায় গিয়ে রাজপুতের বিরুদ্ধে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১১ সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজপুত তাঁর আত্মীয় যুবতীকে ধর্ষণ করেছেন। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।’’
পুলিশ সূ্ত্রে খবর, রাজপুতের বিরুদ্ধে পকসো ধারাতেও মামলা দায়ের হয়েছে। কারণ, তিনি যখন প্রথম বার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন তখন নিগৃহীতা নাবালিকা ছিলেন। কিন্তু আদালত পকসো ধারা খারিজ করে দিয়েছে। আদালতের যুক্তি, ২০১১ সালে এই আইন তৈরিই হয়নি। তাই এই ধারায় অভিযোগ করা যায় না। যদিও ধর্ষণ-সহ অন্যান্য ধারা এখনও বহালই থাকছে।
ছত্তীসগঢ়ের ছায়াছবির জগতে পরিচিত নাম রাজপুত। সিনেমা ছাড়াও তিনি একজন ঠিকাদার হিসাবেও বিভিন্ন কাজ করে থাকেন। সম্প্রতি ছবি পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকাচ্ছিলেন।