প্রকাশ্যে না হলে অপরাধ নয়: কোর্ট

কেউ নিজের বাড়িতে, ফ্ল্যাটে বা প্রকাশ্য নয় এমন কোনও স্থানে কী আচরণ করছেন, তা নিয়ে অশ্লীলতার অভিযোগ আনা যায় না বলে জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, ফৌজদারি দণ্ডবিধির ২৯৪ নম্বর ধারা অনুযায়ী প্রকাশ্যে অশালীন আচরণ বা অশ্লীল কথা বললে তা অপরাধ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:৪১
Share:

কেউ নিজের বাড়িতে, ফ্ল্যাটে বা প্রকাশ্য নয় এমন কোনও স্থানে কী আচরণ করছেন, তা নিয়ে অশ্লীলতার অভিযোগ আনা যায় না বলে জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, ফৌজদারি দণ্ডবিধির ২৯৪ নম্বর ধারা অনুযায়ী প্রকাশ্যে অশালীন আচরণ বা অশ্লীল কথা বললে তা অপরাধ।

Advertisement

গত ডিসেম্বরে একটি অভিযোগ পেয়ে আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে ১৩ জনকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। এক সাংবাদিকের অভিযোগ ছিল, পাশের একটি ফ্ল্যাটে কয়েক জন অশালীন আচরণ করছেন। স্বল্পবাস মহিলারা নাচছেন, টাকা ছুড়ছেন দর্শকরা। পুলিশ গিয়ে ফ্ল্যাট থেকে ১৩ জনকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে। ফ্ল্যাটে ছ’জন মহিলারও খোঁজ পাওয়া যায়। মামলা দায়ের হয় ২৯৪ নম্বর ধারায়। অভিযুক্তদের আইনজীবী আদালতে সওয়াল করেন, ফ্ল্যাটের ভিতরে যা হয়েছে, তা ২৯৪ ধারার আওতায় পড়ে না। ব্যক্তিগত ফ্ল্যাট প্রকাশ্য স্থান নয়। বরং, ফ্ল্যাটের ভিতরে কী ঘটছে, তা নিয়ে হস্তক্ষেপ করাটাই বেআইনি। এই যুক্তি মেনে বম্বে হাইকোর্ট জানিয়েছে, যে স্থানে আমজনতার যাওয়ার অধিকার নেই, তা প্রকাশ্য স্থান হতে পারে না। ফ্ল্যাট তেমনই স্থান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement