ছবি: পিটিআই।
কেজরীবাল বনাম কেন্দ্রের তিক্ততা নয়া মোড় নিল। এ বার দিল্লির মুখ্যসচিব নিগ্রহের ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে আদালতে চার্জশিট জমা দিতে চলেছে পুলিশ। তাতে নাম থাকছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ারও। ইতিমধ্যেই ওই মামলায় কেজরীকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ
১৯ ফেব্রুয়ারি রাতে মুখ্যমন্ত্রী কেজরীর বাড়ির বৈঠকে ছিলেন দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশ। কেন্দ্রের হয়ে দিল্লি সরকারের কাজে তিনি বাধা দিচ্ছেন, এই অভিযোগে তাঁর উপরে চড়াও হন একাধিক আপ বিধায়ক। দুই বিধায়কের বিরুদ্ধে পুলিশে মারধরের অভিযোগ করেন অংশু। গ্রেফতার হন দু’জন। প্রতিবাদে ৪ মাস ধরে আপ মন্ত্রীদের বৈঠকে গরহাজির থাকেন দিল্লির আমলারা। এ মাসে উপরাজ্যপালের বাড়িতে কেজরীর ধর্নার পরে সমস্যার মীমাংসা হয়।
আরও পড়ুন: তৃণমূল নয়, কংগ্রেসই ভাল, বলে রাখছে বাম