মারা গেল চন্দৌলির অগ্নিদগ্ধ কিশোর

চন্দৌলি জেলার সৈয়দ রাজা টাউনের বাসিন্দা খালিদ। পুলিশের কাছে সে অভিযোগ করেছিল, রবিবার ‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় চার দুষ্কৃতী তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

চন্দৌলি শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ০২:১৭
Share:

‘জয় শ্রীরাম’ স্লোগান না দেওয়ার মহম্মদ খালিদ নামে এক কিশোরের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশ জানিয়েছে, হাসপাতালে আজ মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের চন্দৌলির ওই অগ্নিদগ্ধ কিশোরের। খালিদের পরিবার খুনের অভিযোগ করেছে।

Advertisement

চন্দৌলি জেলার সৈয়দ রাজা টাউনের বাসিন্দা খালিদ। পুলিশের কাছে সে অভিযোগ করেছিল, রবিবার ‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় চার দুষ্কৃতী তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। পুলিশ আজ জানিয়েছে, প্রথমে ওই কিশোরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে বারাণসীর সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালে খালিদ মারা যায়। মৃতের বাবার অভিযোগ, ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেওয়ার জন্যই খালিদের গায়ে আগুন লাগানো হয়েছিল।

খালিদের গায়ে আগুন লাগানোর অভিযোগ অবশ্য আগেই অস্বীকার করেছিলেন চন্দৌলির পুলিশ সুপার সন্তোষকুমার সিংহ। তিনি জানিয়েছিলেন, ওই কিশোর তিন বার বয়ান বদল করেছে। পুলিশ সুপার বলেছিলেন, ‘‘হাসপাতালে ওই কিশোরের বয়ান যখন রেকর্ড করা হচ্ছিল, তখন অসঙ্গতিপূর্ণ কথা বলেছিল। এক এক জন লোকের কাছে সে এক এক রকম কথা বলেছে। মনে হচ্ছে, সম্ভবত, কেউ তাকে দিয়ে এ সব কথা বলিয়েছে।’’ পুলিশ সুপার গত কালই দাবি করেছিলেন, ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, খালিদ নিজেই গায়ে আগুন লাগিয়েছে। সন্তোষকুমার জানান, সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement