দুর্নীতির দায়ে ধৃত ছগন ভুজবল

মহারাষ্ট্র সদন কেলেঙ্কারি মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা ছগন ভুজবলকে গ্রেফতার করল ইডি। সোমবার ইডি অফিসে হাজিরা দেন ভুজবল।

Advertisement
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৪৮
Share:

মহারাষ্ট্র সদন কেলেঙ্কারি মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা ছগন ভুজবলকে গ্রেফতার করল ইডি। সোমবার ইডি অফিসে হাজিরা দেন ভুজবল। গোলমালের আশঙ্কায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। জেরার পরে ভুজবলকে গ্রেফতার করে ইডি। তদন্তকারীদের অভিযোগ, দিল্লিতে মহারাষ্ট্র সদন তৈরির সময়ে ঠিকাদারদের বরাত দেওয়ার বিনিময়ে ঘুষ নিয়েছিলেন ভুজবল ও অন্য কয়েক জন। সেই অর্থ রাখা হয় বিদেশে। পরে তা ভারতে কিছু ভুয়ো সংস্থায় লগ্নি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement