প্রতীকী চিত্র
২৪ এপ্রিল (শনিবার) নয়, বরং ২৮ এপ্রিল (বুধবার) থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের তরফে ‘মাইগভইন্ডিয়া’-তে টুইট করে এ কথা জানানো হয়েছে।
কেন্দ্রের তরফে টুইটে বলা হয়েছে, ‘১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার যে খবর বা গুজব ছড়িয়েছে তাতে বিভ্রান্ত হবেন না। ২৮ এপ্রিল থেকে কোউইন অ্যাপ্লিকেশন ও আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনে শুরু হবে এই নথিভুক্তিকরণ। খবরের মধ্যে থাকুন, সুস্থ থাকুন’।
এই টুইটে আরও জানানো হয়েছে, ‘১৮ থেকে ৪৫ বছর বয়স সীমার মধ্যে থাকা ব্যক্তিরা কেবলমাত্র আগে থেকে নথিভুক্তিকরণের মাধ্যমেই এই টিকা পেতে পারেন। সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলে টিকা দেওয়া হবে না। তার আগে কোউইন অ্যাপ্লিকেশন ও আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে’।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ছিল, ১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হবে ২৪ এপ্রিল থেকে। কয়েক ঘণ্টা পরেই সেই ভুল শুধরে দিল কেন্দ্রীয় সরকার।