—ফাইল চিত্র।
আরও এক বার প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। এ বার, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান ও আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক হল।
শনিবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই নিয়ে মোট সাত বার আধার ও প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র। এর আগে, এ বছরই মার্চ মাসে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছ’মাসের জন্য সময়সীমা বাড়ানো হয়েছিল।
প্রথম দফায় ক্ষমতায় এসেই বিভিন্ন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করতে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার। তা নিয়ে দেশজুড়ে হইচই শুরু হলে, আধার আইনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। গত বছর সেই নিয়ে শুনানিতে আধার প্রকল্পকে বৈধ ঘোষণা করে শীর্ষ আদালত। জানিয়ে দেওয়া হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এবং প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আধার নম্বরের উল্লেখ বাধ্যতামূলকই থাকবে।
আরও পড়ুন: বাগবাজার ঘাটে ‘শহিদ’ তর্পণ নাড্ডার, জঙ্গলরাজ-সরকারি সন্ত্রাসের অভিযোগ তুলে তীব্র আক্রমণ
আরও পড়ুন: সিবিআই অফিস থেকে মুকুল বেরোলেন, মমতার বিরুদ্ধে তুললেন ষড়যন্ত্রের অভিযোগ
তবে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সংসদে বাজেট পেশ করার সময় মোদী সরকার জানিয়ে দেয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্যানের পরিবর্তে শুধুমাত্র আধার নম্বর দিলেই চলবে। তবে আধার সংযুক্ত হলে আপনা আপনিই প্যান নম্বর হাতে চলে আসবে বলে সম্প্রতি জানান কেন্দ্রীয় প্রত্যক কর পর্ষদ বোর্ডের এক সদস্য।