আশ্রয়হীনদের টিকাকরণে জোর কেন্দ্রের। —ফাইল চিত্র।
সময় থাকতেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যত দ্রুত সম্ভব টিকাকরণ সেরে ফেলার পরামর্শ দিয়েছেন সকলেই। সেই পরামর্শ মেনেই এ বার আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, আশ্রয়হীন এবং ভবঘুরেদের টিকাকরণকে প্রাধান্য দিতে হবে।
এর আগে, গত ৬ মে একটি নির্দেশিকায় ভিক্ষুক, ভবঘুরে এবং বিভিন্ন পুনর্বাসনকেন্দ্রে আশ্রিত মানুষদের টিকাকরণে জোর দিতে বলেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ফের এক বার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা স্মরণ করিয়ে দেওয়া হল, কেন্দ্র জানিয়েছে, টিকা নেওয়ার জন্য কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করার উপায় নেই অনেকেরই। প্রয়োজনীয় পরিচয়পত্রও নেই। তাই রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে।
এ নিয়ে কোনও রকম সমস্যা দেখা দিলে, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগে জানানোর কথা বলা হয়েছে, যাতে স্বাস্থ্য মন্ত্রকের সহযোগিতায় আশ্রয়হীন, ভবঘুরে এবং ভিক্ষুকদের সার্বিক টিকাকরণের আওতায় আনা যায়। এ ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।