অমিত শাহ। —ফাইল চিত্র।
উত্তরবঙ্গের চারটি চা-বাগানে শ্রমিকদের মজুরি দিতে বিলম্বের কথা স্বীকার করে নিল কেন্দ্র। শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং চুনাভাটি টি এস্টেটের শ্রমিকদের অনিয়মিত মজুরির কথা জানিয়েছেন।
ওই চারটি চা-বাগানের মালিক ‘অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি’র চা বিভাগের আর্থিক সঙ্কটের কারণে মজুরি পাঁচ থেকে ছ’সপ্তাহ বিলম্বিত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী। অন্য দিকে, রাজ্যসভার আর এক তৃণমূল সাংসদ সুস্মিতা দেব শুক্রবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যকলাপ নিয়ে বেসরকারি বিল আনা হলেও অগণতান্ত্রিক ভাবে তা খারিজ করা হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল সাংসদ সাকেত গোখলে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বলেছিলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রক দেশে স্বৈরাচার চালাচ্ছে।’’ এ নিয়ে সরকার পক্ষের সদস্যদের সঙ্গে তৃণমূল-সহ বিরোধীদের তীব্র বাদানুবাদ হয়। তৃণমূল সাংসদ দোলা সেন শুক্রবার বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে এসেছিলেন। আমরা ভেবেছিলাম তিনি বিতর্কে যোগ দিতেই সংসদে এসেছেন। কিন্তু দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশ্নোত্তরপর্ব বন্ধ করে দেওয়া হল। এমনকি ২টা থেকে ৫টা পর্যন্ত বেসরকারি বিল নিয়ে অধিবেশনে আলোচনাও বন্ধ করা হল।’’ দোলার মতে, এমন ঘটনা ‘দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়’।