গত ফেব্রুয়ারি থেকে আটকে রয়েছেন এঁরা। —নিজস্ব চিত্র।
বাংলায় দুর্ঘটনার কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ। এক মাস হয়ে গেল এ দেশে আটকে ১২ জন বাংলাদেশি নাবিক। ইদ উৎসবের আগে আটকে থাকা ওই নাকিকদের হাতে ইদের উপহার তুলে দিল দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন।
শুক্রবার সাগর থানার পুলিশ ও সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে ডাকা হয়েছিল আটকে থাকা ১২ নাবিককে। তাঁদের হাতে ইদের উপহার হিসাবে নতুন পোশাক তুলে দেন প্রশাসনের আধিকারিকেরা।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশি জাহাজ এমভিসি ওয়ার্ল্ড নামের জাহাজটি ঘোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। তার পরে জাহাজ থেকে ১২ বাংলাদেশি নাবিককে উদ্ধার করে সাগরের কৃষ্ণনগর এলাকায় রাখা হয়। ইদে নিজেদের দেশে পৌঁছোতে না পারায় প্রশাসনের পক্ষ থেকে আটকে পড়া ওই ব্যক্তিদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে।