৯ই নভেম্বরের আগে ছাপা ৫০০ এবং ১০০০ হাজার টাকার নোটকে অবৈধ ঘোষণা করতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আইন বদলাতে পারে কেন্দ্র। ৩১ মার্চ থেকে নতুন আইন বলবৎ হতে পারে। এর আগে ১৯৭৮ সালে যখন নোট বাতিল হয়েছিল, তখন আগে আইন করে তার পর বাতিল প্রক্রিয়া শুরু হয়েছিল। এ বার কেন্দ্র আরবিআই আইনের ২৬(২) ধারা অনুযায়ী এগিয়েছে। তাতে আরবিআই-এর অনুমোদনক্রমে সরকার চাইলে গেজেট-বিজ্ঞপ্তি জারি করে নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট সিরিজের নোট বাতিল করতে পারে।