Covid Vaccination

Vaccination drive: ভোটের ফল প্রকাশের পরেই ১২-১৫ বছরের কিশোর-কিশোরীদের টিকাকরণ?

ছোটদের ক্ষেত্রে টিকাকরণে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধক প্রয়োগ হওয়ায় আঠাশ দিনের মাথাতেই দ্বিতীয় ডোজ় নিতে পারছে ছোটরা। পরবর্তী ধাপে আরও ছোটদের (১২-১৫ বছর) টিকাকরণ দ্রুত শুরু করার প্রশ্নে একমত হয়েছেন স্বাস্থ্য কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৮:২০
Share:

প্রতীকী ছবি।

ভোটের ফল প্রকাশের পরেই ১২-১৫ বছরের কিশোর-কিশোরীদের টিকাকরণ শুরু করার বিষয়ে ভাবছে নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

এ বছরের শুরুতে প্রথম বার আঠারো বছরের কম বয়সিদের টিকাকরণ শুরু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ওমিক্রন প্রজাতি দ্রুত এ দেশে ছড়িয়ে পড়ছে দেখেই গত ৩ জানুয়ারি থেকে দেশে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু করে দেওয়া হয়। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, দেশের ১৫-১৮ বছরের প্রায় ৭.৪ কোটি কিশোর-কিশোরীকে দু’দফায় টিকা দেওয়ার লক্ষ নিয়ে নামে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ছোটদের টিকাকরণ শুরুর ৫০ দিনের মাথায় দাঁড়িয়ে আজ স্বাস্থ্য মন্ত্রক পরিসংখ্যানে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ১৫-১৮ বছরের মধ্যে থাকা ৫,৪২,৬৩,৪৯০ জন প্রথম ডোজ় নিয়েছেন। আর দ্বিতীয় ডোজ় নিয়েছেন ২,৪৭,৪৮,৭৪৪জন। ছোটদের ক্ষেত্রে টিকাকরণে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধক প্রয়োগ হওয়ায় আঠাশ দিনের মাথাতেই দ্বিতীয় ডোজ় নিতে পারছে ছোটরা। পরবর্তী ধাপে আরও ছোটদের (১২-১৫ বছর) টিকাকরণ দ্রুত শুরু করার প্রশ্নে একমত হয়েছেন স্বাস্থ্য কর্তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement