Lion Deaths in Gujarat

গত বছর প্রতি দু'দিনে গড়ে একটি সিংহের মৃত্যু গুজরাতে, তথ্য দিল মোদীর সরকার

ভারতের মধ্যে একমাত্র গুজরাতই মুক্ত পরিবেশে সিংহ ঘুরে বেড়ায়। গির ছাড়াও গুজরাতে আরও কিছু অঞ্চলে সিংহ দেখা যায়। গত পাঁচ বছরে গুজরাতে কত সিংহের মৃত্যু হয়েছে, সেই তথ্য এ বার প্রকাশ্যে আনল কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৩:১৫
Share:
গুজরাতে সিংহের মৃত্যুর পরিসংখ্যান জানাল কেন্দ্র।

গুজরাতে সিংহের মৃত্যুর পরিসংখ্যান জানাল কেন্দ্র। — প্রতীকী চিত্র।

গত পাঁচ বছরে গুজরাতে কত সিংহের (এশিয়াটিক লায়ন) মৃত্যু হয়েছে, সেই তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের পর থেকে গত বছরেই সবচেয়ে বেশি সিংহের মৃত্যু হয়েছে। কেন্দ্রের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তথ্য অনুসারে, গত পাঁচ বছরে ৬৬৯টি সিংহের মৃত্যু হয়েছে গুজরাতে। এর মধ্যে ১৬৫টি সিংহের মৃত্যু হয়েছে কেবল ২০২৪ সালেই! অর্থাৎ, গত বছরে গড়ে প্রায় প্রতি এক দিন অন্তর একটি করে সিংহের মৃত্যু হয়েছে গুজরাতে।

Advertisement

দেশের মধ্যে গুজরাতই হল একমাত্র রাজ্য যেখানে মুক্ত পরিবেশে সিংহ ঘুরে বেড়ায়। গত পাঁচ বছরে কত সিংহের মৃত্যু হয়েছে গুজরাতে, তা নিয়ে সম্প্রতি রাজ্যসভায় প্রশ্ন করা হয়েছিল। জবাবে কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, ২০২০ সালে ১৪২টি সিংহের মৃত্যু হয়েছিল। ২০২১ সালে মৃত্যু হয় ১২৪টি সিংহের। তার পরে ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে যথাক্রমে ১১৭টি, ১২১টি এবং ১৬৫টি সিংহের মৃত্যু হয়েছে। কী কী কারণে সিংহের মৃত্যু হয়েছে, সে বিষয়েও সংসদে জবাব দেন মন্ত্রী। গুজরাত সরকারের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কীর্তিবর্ধন জানান, বয়সজনিত কারণ, অসুস্থতা, লড়াই করতে গিয়ে জখম হওয়া, খোলা কুয়োতে পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, দুর্ঘটনা-সহ বিভিন্ন কারণে সিংহের মৃত্যু হয়েছে সে রাজ্যে। তবে এই পাঁচ বছরে শিকারিদের কারণে কোনও সিংহের মৃত্যু হয়নি বলেই জানান মন্ত্রী।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত তিন বছরে সিংহের মৃত্যু ক্রমে বৃদ্ধি পেয়েছে। তবে ২০১৫ সালের তুলনায় ২০২০ সালে গুজরাতে মোট সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সংসদে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, ২০১৫ সালে গুজরাতে ৫২৩টি সিংহ ছিল। ২০২০ সালে সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৭৮। চলতি বছরের মে মাসে গুজরাতে সিংহের সংখ্যা নতুন করে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব রাজ্যসভায় জানিয়েছিলেন, গুজরাতের গিরে সিংহের জন্য পর্যাপ্ত শিকার রয়েছে। সিংহের শিকারযোগ্য প্রাণীর সংখ্যাও গিরে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement