Extra Marital Relation

বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ! ইঞ্জিনিয়ার স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে খুন চাকরিহারা স্বামীর

৪২ বছরের আসমা এবং ৫৫ বছরের নুরুল্লা নয়ডার সেক্টর ১৫-র বাসিন্দা। দু’জনেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। আসমা দিল্লিতে থাকতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১২:২৩
Share:
(বাঁ দিকে) নুরুল্লা হায়দর। নিহত আসমা খান (ডান দিকে)।

(বাঁ দিকে) নুরুল্লা হায়দর। নিহত আসমা খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন স্বামী! সেই নিয়ে গত কয়েক দিন ধরে ঝগড়াও চলছিল দু’জনের। অভিযোগ, সেই সন্দেহের বশে শুক্রবার স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে খুন করেন স্বামী। নয়ডার ঘটনা। নিহত আসমা খানের পুত্র থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে নুরুল্লা হায়দরকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪২ বছরের আসমা এবং ৫৫ বছরের নুরুল্লা নয়ডার সেক্টর ১৫-র বাসিন্দা। দু’জনেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। আসমা দিল্লিতে থাকতেন। সেখানকার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। নয়ডার এক বেসরকারি সংস্থায় তিনি চাকরি করতেন। নুরুল্লা বিহারের বাসিন্দা। বর্তমানে তাঁর চাকরি ছিল না। ২০০৫ সালে নুরুল্লার সঙ্গে বিয়ে হয় আসমার। তাঁদের এক পুত্র এবং এক কন্যা রয়েছে। পুত্র ইঞ্জিনিয়ারিং পড়ছেন। কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানিয়েছে, দম্পতির পুত্র থানায় ফোন করে খুনের কথা জানান। নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার রামবদন সিংহ জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থল পৌঁছোয় পুলিশ এবং তাদের ফরেন্সিক দল। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সন্দেহের বশেই স্ত্রীকে খুন করেছেন স্বামী। আসমার এক আত্মীয় জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই দম্পতির ঝামেলা চলছিল। সে কথা তাঁদের জানায় আসমার কন্যা। যদিও নুরুল্লার এই পদক্ষেপ ‘অপ্রত্যাশিত’ বলেই জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement