Supreme Court

সুপ্রিম কোর্টে আরও দুই বিচারপতি নিয়োগে সায়

সুপ্রিম কোর্ট সূত্রের খবর, অবসরের কারণে ফের চলতি বছরে শীর্ষ আদালতের ৯টি বিচারপতির পদ শূন্য হবে। ২০২৩ সালের জানুয়ারি মাসে অবসর নিয়েছেন বিচারপতি আব্দুল নাজ়ির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:০২
Share:

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে দুই হাই কোর্টের প্রধান বিচারপতির নিয়োগে সায় দিল নরেন্দ্র মোদী সরকার। আজ টুইটারে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ইলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও গুজরাত হাই কোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এই দুই বিচারপতি শপথ নিলে সুপ্রিম কোর্টে বিচারপতির ৩৪টি পদের একটিও শূন্য থাকবে না। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের পরে এই প্রথম শীর্ষ আদালতে বিচারপতির একটিও পদ শূন্য থাকছে না।

Advertisement

বিচারপতি নিয়োগ নিয়ে টানাপড়েন চলছে মোদী সরকার ও সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মধ্যে। তারই মধ্যে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দেয়, কলেজিয়ামের সুপারিশ করা নাম নিয়ে সরকার টালবাহানা করলে ‘অস্বস্তিকর পদক্ষেপ’ করতে হতে পারে আদালতকে। এর পরেই শীর্ষ আদালতের বিচারপতি পদে নিয়োগের জন্য পাঁচ জনের নাম অনুমোদন করে কেন্দ্র। আজ আরও দু’জনের নাম অনুমোদন করল তারা। গত মাসে তাঁদের নাম সুপারিশ করেছিল কলেজিয়াম।

সুপ্রিম কোর্ট সূত্রের খবর, অবসরের কারণে ফের চলতি বছরে শীর্ষ আদালতের ৯টি বিচারপতির পদ শূন্য হবে। ২০২৩ সালের জানুয়ারি মাসে অবসর নিয়েছেন বিচারপতি আব্দুল নাজ়ির। এর পরে অবসর নেওয়ার কথা বিচারপতি এম আর শাহ, বিচারপতি কে এম জোসেফ, বিচারপতি অজয় রস্তৌগী, বিচারপতি ভি রামসুব্রমনিয়াম, বিচারপতি কৃষ্ণ মুরারী ও বিচারপতি রবীন্দ্র ভট্ট ও বিচারপতি সঞ্জয় কিষণ কউলের। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তাঁর কর্মজীবনে মোট ১৯ জন বিচারপতি নিয়োগের কাজ করতে হবে।

Advertisement

সুপ্রিম কোর্টে সদ্য নিযুক্ত বিচারপতিদের মধ্যে বিচারপতি বিন্দল ইলাহাবাদ হাই কোর্টের আগে জম্মু-কাশ্মীর হাই কোর্ট ও কলকাতা হাই কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি ছিলেন। তিনি ১৯৮৫ সালে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। অন্য দিকে বিচারপতি অরবিন্দ কুমার গুজরাত হাই কোর্টের আগে কর্নাটক হাই কোর্টের বিচারপতি ছিলেন। তিনি ১৯৮৭ সালে আইনি পেশায় যোগ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement