Pradhan Mantri Fasal Bima Yojana

ফসল বিমায় দায়িত্ব কমাল কেন্দ্র, বিতর্ক

কংগ্রেসের মতে, ইতিমধ্যেই প্রায় ২০ হাজার কোটি টাকার ফায়দা তুলে নিয়েছে বিমা সংস্থাগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২৩
Share:

প্রতীকী ছবি।

ফসল বিমায় এক সময় কৃষকদের ১২-১৪ শতাংশ প্রিমিয়ামকে ‘লুট’ বলতেন নরেন্দ্র মোদী। তিনিই এখন কৃষকদের কমপক্ষে ২৭ শতাংশ প্রিমিয়াম দিতে বাধ্য করছেন বলে অভিযোগ তুলল কংগ্রেস। মোদী সরকারকে ‘কৃষক-বিরোধী’ অ্যাখ্যা দিয়ে তাদের বক্তব্য, ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ তুলে দিতে চাইছে কেন্দ্র।

Advertisement

মোদীর নেতৃত্বে গত কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। আজ সকালে পি চিদম্বরমের টুইট, ‘‘কেন্দ্র যে ভাবে ফসল বিমায় নিজেদের ভূমিকা কমিয়ে দিয়েছে, তা কৃষক-বিরোধী।’’ কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার অভিযোগ, এত দিন ফসল বিমার ২ শতাংশ প্রিমিয়াম দিতে হত কৃষকদের। বাকি প্রিমিয়ামের অর্ধেক কেন্দ্র ও বাকিটা রাজ্য দিত। কিন্তু কেন্দ্র চুপচাপ নিজেদের আর্থিক দায়িত্ব ২৫ শতাংশে নামিয়ে এনেছে। কৃষকদের এখন ২ শতাংশের উপর আরও ২৫ শতাংশ প্রিমিয়াম গুনতে হবে। কেন্দ্রের দেখাদেখি রাজ্যও প্রিমিয়ামের অর্থ দিতে না চাইলে সেই পরিমাণ বেড়ে হবে ৫৭ শতাংশ।

কংগ্রেসের মতে, ইতিমধ্যেই প্রায় ২০ হাজার কোটি টাকার ফায়দা তুলে নিয়েছে বিমা সংস্থাগুলি। তার পর এখন কৃষকদের বলি করছে সরকার। বড় অঙ্কের প্রিমিয়াম দিতে এগোবেন না কোনও কৃষক। ফলে প্রকল্পটি বন্ধ হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের অবশ্য দাবি, কৃষকদের প্রিমিয়াম ২ শতাংশের বেশি হবে না। তবে প্রিমিয়ামের ঊর্ধ্বসীমা বেধে দিচ্ছে কেন্দ্র। প্রিমিয়ামের আরও বেশি হলে রাজ্যকে দায় নিতে হবে। কংগ্রেসের পাল্টা যুক্তি, তার মানে কি রাজ্যের ঘাড়ে বন্দুক রেখে প্রকল্পটি বন্ধ করতে চাইছে কেন্দ্র?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement