isha ambani

ঈশার বিয়েতে কন্যাদান, চোখ ছলছল মুকেশ অম্বানীর, দেখুন ভিডিয়ো

অম্বানীও আর পাঁচ জন বাবার মতোই আবেগপ্রবণ।

Advertisement

সংবাদ সংস্থা

মু্ম্বই শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৩
Share:

বিয়ের মণ্ডপে চলছে কন্যাদান। ছবি টুইটার থেকে সংগৃহীত।

মুকেশ অম্বানীর কন্যা ঈশা। আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১৪ ডিসেম্বর। মুকেশের একমাত্র কন্যা ঈশা। তাঁর বিগ ফ্যাট ওয়েডিং সেরেমনি দেখেই চোখ কপালে উঠেছে অনেকের। ঈশার বিয়ের অনুষ্ঠান ছিল এক্কেবারে চাঁদের হাট।

Advertisement

তবে একমাত্র মেয়ের অনুষ্ঠানে বোধ হয় অম্বানীও আর পাঁচ জন বাবার মতোই। এই কথারই প্রমাণ মিলেছে একটি ভিডিয়োতে।

প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন থেকে কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব, বলিউড তারকা থেকে সৌদি আরবের ধনকুবেরের উপস্থিতিতে ঈশার বিয়ের আসর ছিল জমজমাট। কিন্তু জমজমাট অনুষ্ঠানেও আবেগের কমতি ছিল না।

Advertisement

আরও পড়ুন: মমতা থেকে হিলারি, রজনীকান্ত থেকে দীপিকা, দেখুন ঈশা অম্বানীর বিয়ের অ্যালবাম​

বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় প্রথা মেনেই। ছিল কন্যাদানের অনুষ্ঠানও। কন্যাদানে পাঠ করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকেও। আর এই কন্যাদানেরই একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানেই মুকেশ অম্বানীকে একেবারে অন্য ভাবে দেখা গিয়েছে।

#ishaambani #anandpiramal #bigfatindianwedding #desiwedding #ambaniwedding #ishakishaadi #nitaambani ❤️❤️❤️ @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

সেখানেই দেখা গিয়েছে মুকেশ কন্যার চোখ যেমন ছল ছল করছে, তেমনিই চোখ ছল ছল করছে ধনকুবের ব্যবসায়ী মুকেশেরও। একমাত্র মেয়ের বিয়েতে আর পাঁচ জন বাবার সঙ্গে মুকেশের যে কোনও তফাত আসলে নেই, তার প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: অম্বানী কন্যার গ্র্যান্ড রিসেপশন, এবার কী কী হতে চলেছে?​

অম্বানী কন্যাকে মণ্ডপে নিয়ে আসার সময় সঙ্গে ছিল দাদা অনন্ত ও যমজ ভাই আকাশ। তখনও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ঈশা।

অম্বানী কন্যার বিয়ের পর এবার পালা গ্র্যান্ড রিসেপশনের। বলিউড থেকে রাজনৈতিক জগৎ, ক্রীড়া জগৎ থেকে শিল্প জগতের ব্যক্তিত্বদের উজ্জ্বল উপস্থিতি রিসেপশনেও দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement