National News

হাসপাতালের পাঁচ তলা থেকে তিন মাসের শিশুকে ছুড়ে ফেলে দিলেন মা!

মা আর সহ্য করতে পারলেন না। হাসপাতালের পাঁচ তলা থেকে সটান নীচে ছুঁড়ে ফেলে দিলেন শিশুটিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৮:৪৮
Share:

প্রতীকী ছবি।

তিন মাসের শিশু। জন্মের পর থেকেই ভুগছিল জন্ডিসে। গায়ের রংটাই হয়ে গিয়েছিল হলুদ। কাঠি কাঠি হাত। কাঠি কাঠি পা।

Advertisement

মা আর সহ্য করতে পারলেন না। হাসপাতালের পাঁচ তলা থেকে সটান নীচে ছুঁড়ে ফেলে দিলেন শিশুটিকে।

গল্প নয়, সত্যি। ঘটনাটি ঘটেছে লখনউয়ের কিংস জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি (কেজিএমইউ) হাসপাতালের ট্রমা সেন্টারে। সোমবার। পুলিশ ওই মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে।

Advertisement

তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় হাসপাতালের পাঁচ তলার ওয়ার্ডের সামনের বারান্দায় ক্লান্তিতে ঘুমোচ্ছিলেন ওই মহিলার স্বামী ও এক আত্মীয়। নিজের তিন মাসের শিশুটিকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর ভয়ে ওয়ার্ডে ফিরে এসে হইচই বাধিয়ে দেন ওই মহিলা। বলতে থাকেন, ওয়ার্ড থেকে তাঁর শিশুটি নিখোঁজ হয়ে গিয়েছে। শিশুটিকে চুরি করা হয়েছে বলেও তিনি হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন।

আরও পড়ুন- খবর দিল ফেসবুক, পিকনিক গার্ডেনে যুবকের আত্মহত্যা রুখল কলকাতা পুলিশ​

আরও পড়ুন- খেজুরিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, মাঝে পড়ে গুলিবিদ্ধ ৩ বছরের শিশু​

তার পর হাসপাতালের পাঁচ তলার বারান্দার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বুঝতে পারে, ওই মহিলাই তাঁর শিশুটিকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত ২৩ এপ্রিল গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে জন্মের পর থেকেই জন্ডিসে কাবু হয়ে পড়ে শিশুটি। গত ২৬ মে তাকে ভর্তি করানো হয় লখনউয়ের কিংস জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি (কেজিএমইউ) হাসপাতালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement