নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসল ভারতের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বসেছে ওই বৈঠক। ৭ নম্বর লোক কল্যাণ মার্গে ওই বৈঠক বসে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আফগানিস্তানে তালিবানি শাসনের প্রেক্ষিতে ভারতের অবস্থান নিয়েও সিদ্ধান্ত হবে বলে অনুমান। বিশেষ করে আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের কী ভাবে ফেরানো হবে তা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
রবিবার আফগানিস্তানের ক্ষমতার দখল নিয়েছে তালিবান। এই পরিস্থিতিতে বিশ্বের বহু দেশ আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করেছে। রাষ্ট্রদূত এবং দূতাবাস কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে যেতে শুরু করেছে। ভারত তাদের রাষ্ট্রদূত এবং দূতাবাস কর্মীদের দেশে ফিরিয়ে আনলেও কাবুলের দূতাবাস বন্ধ করেনি। আপাতত আফগানিস্তানের কর্মীরাই ভারতীয় দূতাবাস সামলাচ্ছেন বলে খবর। ইতিমধ্যেই প্রায় ১৭০০ ভারতীয় দেশে ফেরার আবেদন জানিয়েছেন। ভারতীয়দের উদ্ধার করতে চার্টার্ড বিমান ভাড়া করার পরিকল্পনা করেছে বলে আগেই জানিয়েছিল সরকার।