সিবিএসই দ্বিতীয় টার্ম পরীক্ষার দিন ঘোষণা হল শুক্রবার। প্রতীকী ছবি।
সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। পাশাপাশি, সিবিএসসি জানাল, দ্বাদশের টার্ম-১ এর ফলাফল শুক্রবার বেরতে পারে বলে যে খবর ছড়িয়েছে তা সত্যি নয়। সিবিএসই জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা। শেষ হবে আগামী ১৯ মে। করোনা অতিমারিতে পড়ুয়াদের সিলেবাসে কাটছাঁট করা হয়েছিল। ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সিলেবাস। তাই এ বার আর দুটো ভাগে পরীক্ষা হবে না। পরীক্ষার সময়সীমা হবে দু’ঘণ্টা। পরীক্ষা নিয়ে বিস্তারিত জানা যাবে সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটে।
অন্য দিকে, শুক্রবারই দ্বাদশের প্রথম টার্ম পরীক্ষার ফল ঘোষণা হতে পারে বলে যে খবর ছড়িয়েছে তা সত্যি নয় বলে জানিয়েছে বোর্ড। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে। ছাত্র-ছাত্রীরা নিজেদের রোল নম্বরের সাহায্যে ফল ডাউনলোড করতে পারবেন cbseresult.nic.in, results.gov.in -এই ওয়েবসাইটগুলিতে। পাশাপাশি, উমঙ্গ অ্যাপ, আইজিআরএস, এসএমএস এবং ডিজিলকার প্ল্যাটফর্ম digilocker.gov.in এও ফল পাওয়া যাবে। পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।
প্রসঙ্গত, সিবিএসই দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষা হয় গত বছরের ১ নভেম্বর। দ্বাদশের পরীক্ষা হয়েছিল ১ ডিসেম্বর থেকে। এ বার প্রত্যেক বিষয়ে প্রাপ্ত নম্বরের সঙ্গে স্কোর কার্ড প্রকাশ করা হবে। বোর্ড পরীক্ষার চূড়ান্ত ফল আগামী ১২ মার্চ আপলোড করা হতে পারে।