Pre-Matric Scholarship

প্রি-ম্যাট্রিক স্কলারশিপ কাণ্ডে সিবিআই

চক্রে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, ছাত্রছাত্রীদের ২১৭টি ছবি, ছাত্রছাত্রীদের ১০৪টি সার্টিফিকেট, ১১টি পাসবই বাজেয়াপ্ত করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ০৫:০২
Share:

প্রতীকী চিত্র।

প্রি-ম্যাট্রিক স্কলারশিপঅসমে প্রি-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে বহু কোটি টাকার কেলেঙ্কারির ঘটনায় তদন্তভার নিচ্ছে সিবিআই। রাজ্যে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের স্কলারশিপের টাকা আত্মসাৎ করায় অসমের বেশ কয়েকটি জেলার স্কুলের কয়েক জন প্রধান শিক্ষক-সহ ২১ জনকে গ্রেফতার করেছে সিআইডি। নোডাল অফিসার মাহমুদ হাসানের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। সিআইডি জানায় ২০১৮-২০ পর্যন্ত কেন্দ্রীয় স্কলারশিপের টাকা নয়ছয় করেছে একটি চক্র। ১ লক্ষ টাকার কম রোজগারের পরিবারের ছেলেমেয়েরা ৫০ শতাংশ নম্বরের বেশি পেলে বছরে ১০,৭০০ টাকার স্কলারশিপ পায়। সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। তদন্তে নেমে সিআইডি দুর্নীতি

Advertisement

চক্রে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, ছাত্রছাত্রীদের ২১৭টি ছবি, ছাত্রছাত্রীদের ১০৪টি সার্টিফিকেট, ১১টি পাসবই বাজেয়াপ্ত করেছে। অসম সংখ্যালঘু বিকাশ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোমিনুল আওয়াল জানান, “কেলেঙ্কারির কথা জানতে পেরেই আমরা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মন্ত্রী মুখতার আব্বাস নকভিকে বিষয়টি জানাই। যেহেতু এটি কেন্দ্রীয় প্রকল্প তাই কেন্দ্র সরকার সিবিআইকে এই ঘটনার তদন্ত করতে বলেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement