লোকায়ুক্তের প্রথম মামলাই সিবিআইকে

তথ্য-অধিকার আইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গারো হিল স্বশাসিত পরিষদে ২০১৭-১৮ অর্থবর্ষে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন সমাজকর্মী নিলবাথ সি মারাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০১:৪৩
Share:

ছবি: সংগৃহীত।

মেঘালয় লোকায়ুক্তের প্রথম মামলাই সিবিআইয়ের হাতে গেল।

Advertisement

তথ্য-অধিকার আইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গারো হিল স্বশাসিত পরিষদে ২০১৭-১৮ অর্থবর্ষে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন সমাজকর্মী নিলবাথ সি মারাক। মূল অভিযোগ ছিল পরিষদ সদস্য ইসমাইল মারাকের বিরুদ্ধে। অভিযোগ, নিজের দুই বন্ধুকে এক কোটি টাকার প্রকল্পের বরাত পাইয়ে দিয়েছিলেন ইসমাইল। যদিও কোনও প্রকল্পই দিনের আলো দেখেনি। লোকায়ুক্ত কমিশনার পুলিশের তদন্তে খুশি না হয়ে সিবিআইকে তদন্ত চালিয়ে চার্জশিট দিতে নির্দেশ দিয়েছেন। অন্য দিকে, মণিপুরের একটি স্কুলের হস্টেলে এন বেবিসানা নামে ১৪ বছরের এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাচ্ছে। পরিবারের দাবি বেবিসানাকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় উত্তপ্ত রাজ্যে গতকাল বনধও ডাকা হয়। যৌথ মঞ্চের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সঙ্গে দেখাও করেন।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement