বিদেশে যেতে বাধা প্রণয়দের

এনডিটিভির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘সম্পূর্ণ ভুয়ো মামলায় এত দিন ধরে প্রণয়দের হেনস্থা করা হচ্ছে। বোঝাই যাচ্ছে, তাঁরা ‘হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে’ চলেন না বলেই তাঁদের এ ভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমরা কখনওই চাপের মুখে মাথা নত করব না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০২:৫১
Share:

মুম্বই বিমানবন্দর। ফাইল চিত্র।

দেশ ছাড়তে দেওয়া হল না খবরের চ্যানেল এনডিটিভি-র প্রতিষ্ঠাতা ও সাংবাদিক প্রণয় রায় এবং তাঁর স্ত্রী রাধিকাকে। দু’বছর ধরে তাঁদের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা চালাচ্ছে সিবিআই। সেই কারণ দর্শিয়েই শুক্রবার মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাঁদের। যার পরে এনডিটিভি-র পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, ‘‘এ তো মানবাধিকার লঙ্ঘন! সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ।’’

Advertisement

এনডিটিভির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘সম্পূর্ণ ভুয়ো মামলায় এত দিন ধরে প্রণয়দের হেনস্থা করা হচ্ছে। বোঝাই যাচ্ছে, তাঁরা ‘হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে’ চলেন না বলেই তাঁদের এ ভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমরা কখনওই চাপের মুখে মাথা নত করব না।’’ এ দিনই এনডিটিভিতে দেখানো একটি ভিডিয়ো নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে সংস্থাটি। চ্যানেলে সম্প্রচারিত সাধারণ কাশ্মীরিদের সাক্ষাৎকারের ভিডিয়োটি টুইট করে পাক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পিটিআইয়ের দাবি, ‘‘৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরে কাশ্মীরিরা নাকি আনন্দে আছেন। এই কি খুশির নমুনা!’’

চ্যানেলের পক্ষ থেকে অবশ্য বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পিটিআই তাদের অনুমতি না নিয়েই ভিডিয়োটি ব্যবহার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement