সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের মুম্বইয়ের বাড়িতে মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান চালাল সিবিআই।
অভিযোগ, বিদেশি অনুদানের আইন লঙ্ঘন করে নিজেদের সংস্থা সবরং কমিউনিকেশনস অ্যান্ড পাবলিশিং প্রাইভেট লিমিটেড-এর কাজে ওই টাকা ব্যবহার করছেন তিস্তা, তাঁর স্বামী জাভেদ আনন্দ এবং সহযোগী পেশিমাম গুলাম মহম্মদ। এই অভিযোগের ভিত্তিতেই জুলাইয়ের প্রথমে তাঁদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে সিবিআই।
এ দিন তিস্তা বলেন, “সিবিআইকে সব রকম ভাবে সহযোগিতা করার কথা জানিয়েছি। তা সত্ত্বেও আজকের তল্লাশি অভিযানের ঘটনায় আমি স্তম্ভিত।”
তাঁর অভিযোগ, এর পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।
সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ওই তিন জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (১২০-বি) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিদেশি অনুদান সংক্রান্ত আইনে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে।