Assam SP Murder

এসপি হত্যার তদন্তে ব্যর্থ সিবিআই

অসমের তিনসুকিয়া জেলায় তৎকালীন পুলিশ সুপার আর কে সিংহের হত্যা মামলা ২৯ বছর পরে শেষ হল। জানা গেল, তদন্তকারী সংস্থা সিবিআই প্রকৃত দোষীকে খুঁজেই পায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৯:০৫
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের কার্যকলাপ নিয়ে সরব হয়েছে নানা শিবির। অসমেও এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের হত্যায় পুরোপুরি ব্যর্থ হল ওই কেন্দ্রীয় তদন্তকারী স‌ংস্থা।

Advertisement

অসমের তিনসুকিয়া জেলায় তৎকালীন পুলিশ সুপার আর কে সিংহের হত্যা মামলা ২৯ বছর পরে শেষ হল। জানা গেল, তদন্তকারী সংস্থা সিবিআই প্রকৃত দোষীকে খুঁজেই পায়নি। অভিযুক্ত কারও বিরুদ্ধেই উপযুক্ত প্রমাণ জমা দিতে ব্যর্থ হন তদন্তকারীরা। ফলে মামলার সব অভিযুক্তকে খালাস করে দিল সিবিআই আদালত।

১৯৯৬ সালের ১৬ মে, সকাল সাড়ে ১১টা নাগাদ তিনসুকিয়া শহরের কেন্দ্রস্থলে তৎকালীন পুলিশ সুপার তথা আইপিএস অফিসার আর কে সিংহের কনভয়ে আক্রমণ চালায় আলফা জঙ্গিরা। এসপিকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে। হামলায় এসপি-র গাড়ি চালক হাবিলদার নৃপেন শইকিয়া, কনস্টেবল রানা ছেত্রী এবং আরও দুই সাধারণ ব্যক্তি কন্দর্প সাউদ ও রাজনারায়ণ শাহ নিহত হন। পরের বছর শিলংয়ের সিবিআই অফিস মামলার তদন্তভার নেয়। আদালতে দাখিল করা তাদের চার্জশিটে মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েক জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। ঘটনার প্রায় ২৯ বছর পরে বৃহস্পতিবার গুয়াহাটির সিবিআই বিশেষ আদালত এই মামলার রায় ঘোষণা করে। বিচারক এস কে পোদ্দার বাকি ১০ জন অভিযুক্তকে প্রমাণাভাবে খালাস করে দেয়। খালাস হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলফার প্রাক্তন নেতা রাজু বড়ুয়া, অন্তু চাওদাং এবং প্রাক্তন সদস্য অনির্বাণ গোহাঁই, কেশব শইকিয়া, অজয় বড়ুয়া, বদ্রি খান, বিনোদ গগৈ, রবার্ট কুর্মি, দিব্য বোড়া এবং
লিলেন মারান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement