Baguiati Mysterious Death

বাগুইআটির আবাসনে তরুণীর রহস্যমৃত্যু, গলায় আঘাতের চিহ্ন! খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

এক তরুণীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে। মঙ্গলবার সকালে সেখানকার একটি আবাসনের তিন তলার ফ্ল্যাট থেকে মনীষা রায় নামের ওই তরুণীর দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৫:৪৫
Share:
মৃত তরুণী মণীষা রায়।

মৃত তরুণী মণীষা রায়। ছবি: সংগৃহীত।

এক তরুণীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে। মঙ্গলবার সকালে সেখানকার একটি আবাসনের তিন তলার ফ্ল্যাট থেকে মনীষা রায় নামের ওই তরুণীর দেহ উদ্ধার হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মনীষার গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এটি খুন না আত্মহত্যা, না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী পেশায় পানশালার গায়িকা। বাগুইআটি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। কিছু দিন আগে তাঁর মা মারা যান। তার পর একাই সেখানে থাকতেন তিনি। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, সোমবার অনেক রাত অবধি ফ্ল্যাটে জন্মদিনের অনুষ্ঠান চলেছিল। তরুণীর অনেক বন্ধু ফ্ল্যাটে গিয়েছিলেন। মৃত্যুরহস্যের কিনারা করতে বন্ধুদের কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।

আপাতত পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ওই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement