cat

Viral: সিঁড়ি থেকে পড়ার আগেই শিশুকে আটকাল পোষ্য বিড়াল!

বিড়ালের এই ভূমিকা দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আসল বেবিসিটার হল এই বিড়াল।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১৮:১০
Share:

শিশুকে বাঁচানোর সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

ঘরের মেঝেতে কার্পেটে খেলছিল একটি শিশু। খেলতে খেলতেই শিশুটি হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগোতে থাকে। পোষ্য বিড়ালটি তখন সোফার উপর থেকেই শিশুটির উপর নজর রাখছিল।

Advertisement

দরজার পরেই সিঁড়ি। শিশুটি দরজার কাছাকাছি পৌঁছতেই বিড়ালটি লাফ মেরে শিশুটির ঘাড়ের উপর গিয়ে পড়ে তাকে আটকানো চেষ্টা করে। শিশুটি একটু পিছনের দিকে সরে যায়। তার পর ফের অন্য দিক দিয়ে এগোনোর চেষ্টা করে। কিন্তু তখনও বিড়ালটি সিঁড়ির কাছে কড়া পাহারায়। শিশুটি এগোনোর চেষ্টা করতেই তার দিকে এগিয়ে যাচ্ছিল বিড়ালটি। এ ভাবেই বড় বিপদের হাত থেকে শিশুটিকে রক্ষা করে বিড়ালটি।

বিড়ালের এই ভূমিকা দেখে নেটাগরিকদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আসল বেবিসিটার হল এই বিড়াল। শিশুটির দিক থেকে নজরই সরাচ্ছিল না সে।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement