National Gallery

১০ রাজ্যে এটিএমে টাকার আকাল চরমে, মুখ খুলতে হল জেটলিকে

এটিএম রয়েছে। তবে তার দরজা বন্ধ। এটিএম খোলা। তবে মিলছে না টাকা। নোট বাতিলের পর ফের নোট অমিল দেশের অসংখ্য এটিএমে। এতে বেজায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানী দিল্লি থেকে শুরু করে কর্নাচক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা-সহ দেশের বহু রাজ্যেরই এটিএমে টাকার দেখা নেই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৪:৩৫
Share:
০১ ০৬

এটিএম রয়েছে। তবে তার দরজা বন্ধ। এটিএম খোলা। তবে মিলছে না টাকা। নোট বাতিলের পর ফের নোট অমিল দেশের অসংখ্য এটিএমে। এতে বেজায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানী দিল্লি থেকে শুরু করে কর্নাচক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা-সহ দেশের বহু রাজ্যেরই এটিএমে টাকার দেখা নেই।

০২ ০৬

২০১৬-র ৮ নভেম্বর মাঝরাত থেকে ৫০০ এবং ১০০০ টাকার পুরনো নোট বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরই খুচরোর আকালে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন প্রান্তেই এটিএমের সামনে দীর্ঘ লাইন চোখে পড়ে। তবে টাকার অভাবে ভোগান্তিতে পড়েন অনেকেই। সেই ছবিই যেন ফিরে এল আর এক বার।

Advertisement
০৩ ০৬

সংবাদ সংস্থা জানিয়েছে, হায়দরাবাদের সোমবার থেকেই এটিএমে টাকা মিলছে না। হায়দরাবাদের এক ব্যক্তির কথায়, “শহরের বহু এটিএম বা কিয়স্ক থেকে টাকা তোলা যাচ্ছে না। গত কাল থেকেই শহরের বহু এটিএম ঘুরেছি। সব জায়গাতেই একই অবস্থা।” বারাণসীতেও দেখা গিয়েছে একই ছবি।

০৪ ০৬

পরিস্থিতি সামলাতে মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। গোটা বিষয়ে মুখ খুলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাজার ও ব্যাঙ্কগুলির কাছে পর্যাপ্ত নগদের যোগান রয়েছে। তবে দেশের বিভিন্ন প্রান্তে ‘হঠাৎই খুচরো টাকার দাহিদা’ বেড়ে গিয়েছে বলে দাবি তাঁর। সে কারণেই এই ‘সাময়িক ভাবে’ পরিস্থিতি দেখা দিয়েছে। এ নিয়ে একটি কমিটিও গড়েছে আরবিআই।

০৫ ০৬

অরুণ জেটলির এই দাবি মানতে নারাজ বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, “দেশে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?” সরব হয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বও। বাজার থেকে ২০০০ টাকার নোট গায়েব হওয়ার পিছনে চক্রান্ত রয়েছে বলে দাবি শিবরাজের।

০৬ ০৬

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী এস পি শুক্লের দাবি, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশ কয়েকটি রাজ্যে নগদ টাকার মজুদ না থাকাতেই এই সমস্যা দেখা দিয়েছে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে রাজ্য স্তরে একটি করে কমিটি গড়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement