Accident in Jammu and Kashmir

জম্মু ও কাশ্মীরে পথ দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত পাঁচ, আহতের সংখ্যা ১৫

উদ্ধার করার পর নিকটবর্তী হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়। কী ভাবে গাড়িটি খাদে গড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৪:২১
Share:

উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। ছবি: সংগৃহীত

কাশ্মীরে পথ দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় খাদে গড়িয়ে পড়ে একটি যাত্রিবাহী গাড়ি। শুক্রবার বিল্লাওয়ার এলাকার ধানু প্যারোল গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৫ জন মারা গিয়েছেন। ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement

বিল্লাওয়ার থানার পুলিশ জানিয়েছে, কৌগ থেকে এই যাত্রিবাহী গাড়িটি রওনা দিয়েছিল। বিল্লাওয়ার এলাকায় পৌঁছনোর পর গাড়িটি খাদে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আর এক জন ব্যক্তি গুরুতর আহত ছিলেন। পরে তিনিও মারা যান বলে পুলিশ সূত্রের খবর। মৃতদের নাম যথাক্রমে বান্তু, হংসরাজ, অজিত সিংহ, আমরু এবং কাকু রাম।

ঘটনাস্থল থেকে আরও ১৫ জন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কী ভাবে গাড়িটি খাদে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement