Accident

ট্রাকের ধাক্কায় গাড়িতে আগুন, ভিতরে ঝলসে মৃত্যু চার আরোহীর

মঙ্গলবার রামপুর মণিহরণ এলাকার চুনেহতি উড়ালপুলের উপর একটি মারুতি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে একটি ট্রাক। সে সময় গাড়িটিকে ধাক্কা দেয় ট্রাকটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ২০:০১
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িতে আগুন। মৃত্যু হল চার জনের। গাড়িটিকে ওভারটেক করার সময় এই সংঘর্ষ হয়। উত্তরপ্রদেশের ঘটনা।

Advertisement

মঙ্গলবার রামপুর মণিহরণ এলাকার চুনেহতি উড়ালপুলের উপর একটি মারুতি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে একটি ট্রাক। সে সময় গাড়িটিকে ধাক্কা দেয় ট্রাকটি। শহরের পুলিশ সুপার অভিমন্যু মাঙ্গলিক জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় গাড়িতে আগুন জ্বলে যায়। গাড়িতে সেন্ট্রাল লকিং ব্যবস্থা ছিল। সে কারণে গাড়ির দরজা খুলতে পারেননি যাত্রীরা। গাড়ির ভিতরেই পুড়ে মারা গিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম উমেশ গয়াল (৭০), তাঁর স্ত্রী সুনীতা গয়াল (৬৫), অমরীশ জিন্দল (৫৫), তাঁর স্ত্রী গীতা জিন্দল (৫০)। চার জনেই উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার জোয়ালাপুরের বাসিন্দা। পুলিশ সুপার অভিমন্যু জানিয়েছেন, মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement