ছবি: শাটারস্টক।
চেনা চেনা দৃশ্য, তবু অনেকেরই কাছে অচেনা। লাল আভায় ভরে ওঠা মহীরুহের এমন নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে কে না ভালবাসে! এই দৃশ্য দেখে মনে হতেই পারে সুইৎজারল্যান্ড বা টোকিয়ো। কিন্তু না, এ দেশেরই এক প্রান্তে দেখা মিলবে এমন অপরূপ দৃশ্য।
প্রতি বছর এই দৃশ্যের টানেই হাজার হাজার পর্যটক ছুটে আসেন এখানে। এই দৃশ্য উপভোগ করার জন্য সুইৎজারল্যান্ডে ছুটে যেতে হবে না। এ দেশেই যে ‘সুইৎজারল্যান্ড’ রয়েছে, সেখানে এই সময়ে গেলেই এমন নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন।
ছবি: উইকিপিডিয়া।
জায়গাটা কোথায়, এত ক্ষণে নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা কাশ্মীরের দৃশ্য। কাশ্মীরের মুঘল, শালিমার এবং নিশাত উদ্যানে গেলেই দেখা মিলবে এই দৃশ্যের। এই উদ্যানে প্রচুর চিনার গাছ রয়েছে। সেপ্টেম্বর থেকে চিনার গাছের পাতায় সোনালি রঙ ধরতে শুরু করে। ধীরে ধীরে তা বাদামি রঙে পরিণত হয়। ক্রমে চারপাশ লাল আভায় ভরে ওঠে।
ঘুরতে ভালবাসেন? তা হলে এমন নৈসর্গিক দৃশ্য উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।