ছবি: সংগৃহীত।
জাতীয় নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের ব্যক্তিগত মেসেজ পড়তে পারে? ওই সব মেসেজ পড়তে দেওয়ার জন্য ফেসবুক-হোয়াটসঅ্যাপের মতো অন্তর্বর্তী সংস্থাগুলোকে বাধ্য করতে পারে? বিষয়টি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট।
বিভিন্ন হাইকোর্টে দায়ের হওয়া এই গোত্রের মামলাগুলিকে এক জায়গায় আনা হচ্ছে। মঙ্গলবারই সেই সিদ্ধান্ত নিয়েছে আদালত। প্রাথমিক ভাবে আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনে ব্যক্তিগত মেসেজ পাঠোদ্ধার (ডিক্রিপ্ট) করার দায়িত্ব অন্তর্বর্তী সংস্থাগুলিকে নিতে হবে, বা তারা মেসেজগুলি সরকারের হাতে তুলে দিতে পারে।
মঙ্গলবার বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ এ ব্যাপারে অন্তর্বর্তী সংস্থাগুলির জন্য কী ধরনের নিয়মবিধি ভাবা হবে, তা নিয়ে জানুয়ারি মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে কেন্দ্রকে।