ফাইল চিত্র।
শীর্ষ আদালতের সঙ্গে রীতিমতো যুদ্ধে নামলেন বিচারপতি কারনান। এ বার বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিলেন সুপ্রিম কোর্টের আজ্ঞাবাহকদের। গ্রহণ করলেন না তাঁর বিরুদ্ধে জারি হওয়া জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবার সাত সকালেই ১০০ পুলিশের বাহিনী নিয়ে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ নিউটাউনে হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের বাড়িতে হাজির হন। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এবং ডিআইজি (সিআইডি) রাজেশ কুমার। গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার এবং ডিআইজি (সিআইডি) রাজেশ কুমার বিচারপতি কারনানের বাড়িতে ঢোকেন। বাকি পুলিশ বাহিনী বাইরে দাঁড়িয়ে ছিল। কিন্তু পরোয়ানা গ্রহণ করেননি বিচারপতি কারনান। তিনি বলেন, ‘‘আইন আইনের পথে চলছে। আমিও আইনত ব্যবস্থা নেব।’’
আরও পড়ুন: রাজ্যের আর্জি খারিজ, নারদ তদন্তের ভার সিবিআইকে দিল হাইকোর্ট