Pushkar Singh Dhami

By Election 2022: বিধানসভা উপনির্বাচন: মুখ্যমন্ত্রী ধামী জয়ী উত্তরাখণ্ডে, কেরলে কংগ্রেস, ওড়িশায় বিজেডি

মার্চ মাসে‌ বিধানসভা ভোটে খটিমা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন ধামী। কিন্তু বিজেপি নেতৃত্ব ফের তাঁর হাতেই সরকারের দায়িত্ব তুলে দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৫:১৭
Share:

উপনির্বাচনে জয়ী পুষ্কর সিংহ ধামী। ছবি: পিটিআই।

উত্তরাখণ্ড, ওড়িশা এবং কেরলে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে দেখা গেল মিশ্র ফল। উত্তরাখণ্ড এবং ওড়িশায় জিতেছে ওই দুই রাজ্যের শাসকদল বিজেপি এবং বিজেডি। অন্য দিকে কেরলে পুলিশ ভোটে শাসক বামেদের হারিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।উত্তরাখণ্ডের চম্পাবত বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে প্রায় ৫৫ হাজার ভোটে হারিয়েছেন তিনি। মার্চ মাসে ‘দেবভূমিতে’ বিধানসভা ভোটে খটিমা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামী। কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্ব ফের তাঁর হাতেই সরকার পরিচালনার ভার তুলে দিয়েছিলেন। সাংবিধানিক বিধি মেনে ছ’মাসের মধ্যে বিধানসভা ভোটে জিতে আসতে হত তাঁকে। সেই পরিস্থিতিতে ধামী-অনুগামী চম্বাবতের বিজেপি বিধায়ক কৈলাসচন্দ্র গেহোত্রী ইস্তফা দিয়ে উপনির্বাচনে পথ প্রশস্ত করেন।

Advertisement

কেরলের এর্নাকুলমের থ্রিক্কাকাকরা বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেসের উমা টমাস। প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে ২৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পেয়েছেন প্রায় ৫৩ শতাংশ ভোট। সিপিএম ৩৫ এবং বিজেপি ৯ শতাংশ ভোট পেয়েছে। অন্য দিকে, ওড়িশার ব্রজরাজনগর বিধানসভা কেন্দ্রটি ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে ফের দখল করেছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডি। ওই কেন্দ্রে কংগ্রেস দ্বিতীয় এবং বিজেপি তৃতীয় স্থানে রয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement