Celebrity Gossip

দু’জন বাবা থাকতেও একা! আমি ‘মায়ের ছেলে’, জমে থাকা যন্ত্রণা উগরে দিলেন অভিনেতা সিকন্দর

দু’জনের এক জনও তাঁকে সময় দেননি। বড্ড একা তিনি। তাই মাকে বেশি করে আঁকড়ে ধরেছেন। তিনি ‘মায়ের ছেলে’, দাবি অনুপম-পুত্রের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:২৪
Share:

বাবা অনুপম খের নন, কিরণ খের আগলান ছেলে সিকন্দর খেরকে। ছবি: সংগৃহীত।

জীবনের পথে তিনি জন্মদাতা বাবার পর পেয়েছেন আর এক বাবাকে। তবু বড্ড একা কিরণ খের-পুত্র সিকন্দর খের! তাঁর আফসোস, “দুই বাবা থাকা সত্ত্বেও আমি খুব একা। ওঁরা আমায় সময় দেননি, যতটা মা দিয়েছেন।” তাই নিজেকে ‘মায়ের ছেলে’ বলে পরিচয় দিতে ভালবাসেন সিকন্দর। কিরণ খের তাঁর কাছে একমাত্র আশ্রয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জমে থাকা ক্ষোভ উগরে দিলেন অনুপম-পুত্র। সিকন্দর নিজেও অভিনেতা।

Advertisement

কিরণ প্রথম বিয়ে করেছিলেন ব্যবসায়ী গৌতম বেরিকে। গৌতম তাঁর ব্যবসা নিয়ে সারা ক্ষণ ব্যস্ত থাকতেন। ফলে, ছেলে জন্মের পর থেকে বাবাকে পায়নি। শিশুমনে তখন থেকেই হাহাকার, উপার্জন নিয়ে ব্যস্ত বাবা তাকে সময় দেন না! বর্ষীয়ান অভিনেত্রী-সাংসদের সেই বিয়ে ভেঙে যায়। তিনি দ্বিতীয় বার বিয়ে করেন বন্ধু অনুপম খেরকে। তিনি সিকন্দরকে বাবার পদবি দিয়েছেন। কিন্তু সময়, বা অপত্যস্নেহ দিতে পারেননি। পিতৃস্থান তাই শূন্যই রয়ে গিয়েছে। সাক্ষাৎকারে সে কথা বলতে গিয়ে অভিনেতার দাবি, “জীবন আমাকে দু’জন বাবা দিয়েছে। কিন্তু এক জনও আমার হয়ে উঠতে পারেননি। দ্বিতীয় বাবা অভিনেতা। যত দিন গিয়েছে ততই তাঁর ব্যস্ততা বেড়েছে। তিনি যত জনপ্রিয় হয়েছেন ততই সংসার থেকে দূরে সরে গিয়েছেন।”

সিকন্দরের জীবনের সিংহভাগ জুড়ে তাই মা কিরণ। তিনি হাজার ব্যস্ততার পরেও ছেলেকে দূরে সরাননি। আগলে রেখেছেন, সময় দিয়েছেন, যাবতীয় প্রয়োজন মিটিয়েছেন। মা আর বাবাদের সঙ্গে নিজের সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে সিকন্দর জানিয়েছেন, গৌতম বেরি শুধুই তাঁর জন্মদাতা বাবা। এর বেশি কিছু নন। ‘অনুপম পাপা’কেই তিনি বেশি আপন মনে করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement