National news

ওড়িশায় সেতু ভেঙে নীচে পড়ল বাস, মৃত ১৫

সেতু ভেঙে যাত্রিবোঝাই বাস নীচে পড়ে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। আহত হয়েছেন ২৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে ওড়িশার আঙ্গুল জেলায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৪
Share:

দুর্ঘটনাগ্রস্ত সেই বাস।

সেতু ভেঙে যাত্রিবোঝাই বাস নীচে পড়ে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। আহত হয়েছেন ২৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে ওড়িশার আঙ্গুল জেলায়।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বৌধ জেলা থেকে আঙ্গুলে যাচ্ছিল। জনা পঞ্চাশেক যাত্রী ছিলেন ওই বাসে। প্রচন্ড গতিতে বাসটি যাচ্ছিল। হঠাত্ই আঙ্গুলের মনিত্রি সেতুতে বাসের সামনের চাকা ফেটে যায়। চালক নিয়েন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি যাত্রী নিয়ে সেতুর রেলিং ভেঙে সোজা নীচে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েক জনের। হাসপাতালে নিয়ে যেতে যেতে আরও কয়েক জন মারা যান। বাসটি এমন ভাবে দুমড়ে মুচড়ে যায় যে উদ্ধার করতে পুলিশ ও দমকলকে যথেষ্ট বেগ পেতে হয়। ডেকে পাঠানো হয় সেনা হেলিকপ্টার। গুরুতর আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা।

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। আহতদের বিনা মূল্যে চিকিত্সা করার নির্দেশ দেন তিনি।

Advertisement

কী কারণে এই দুর্ঘটনা ঘটল যার জেরে এতগুলো মানুষের প্রাণ গেল, খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী রমেশ মাঝি।

আরও খবর...

ভাড়াবৃদ্ধি চূড়ান্ত নয়, বলছে রেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement