বাড়ি ভেঙে বিপত্তি গুজরাতে। ছবি: টুইটার।
ভারী বৃষ্টিতে দোতলা বাড়ি ভেঙে পড়ল গুজরাতের জুনাগড়ে। ধ্বংসস্তূপে চার জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেলে ভেঙে পড়ে দোতলা বাড়িটি। চলছে উদ্ধারকাজ।
গত কয়েক দিন ধরেই বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাতের বিভিন্ন এলাকা। এর মধ্যে ভেঙে পড়ল বাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ। আনা হয়েছে বুলডোজারও। রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।
ভারী বর্ষণের মধ্যে জুনাগড়ে একটি উড়ালপুলে হাঁটতে দেখা গিয়েছে সিংহকে। এই ঘটনার দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। প্রবল বর্ষণে নবসারি এলাকায় জলের তোড়ে ভেসে গিয়েছে ১০০টিরও বেশি সিলিন্ডার। গত কয়েক দিনের বৃষ্টিতে জল জমে গিয়েছিল আমদাবাদ বিমানবন্দরেও। টার্মিনাল থেকে বিমানের রানওয়ে—সর্বত্রই জল থই থই। সেই হাঁটুজল ভেঙে চলফেরা করতে দেখা গিয়েছে যাত্রীদের।