মহারাষ্ট্রে বহুতল ভেঙে মৃত্যু একজনের, এখনও আটকে বহু। ভিডিয়ো থেকে নেওয়া।
মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে পড়ে মৃত্যু হল এক জনের। ধ্বংসস্তূপের তলায় এখনও চাপা পড়ে রয়েছেন দশ জনের বেশি মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। বেশ কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ তদারকি করছেন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী কপিল পাতিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ধামান কম্পাউন্ড এলাকায় ওই বহুতল ভবনটির অবস্থা জরাজীর্ণ ছিল। সেই বাড়িতেই থাকত চারটি পরিবার। শনিবার দুপুরে আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে গোটা বহুতলটি। সেই সময় বহুতলের নীচের তলায় নির্মাণকাজ চলছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
খবর পেয়ে অকুস্থলে চলে আসেন রাজ্যের মন্ত্রী কপিল। তিনি জানিয়েছেন, ভেঙে পড়ার সময় বিল্ডিংয়ে ১৫ থেকে ২০ জন ছিলেন। উদ্ধারকারীরা ৯ জনকে উদ্ধার করতে পেরেছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।