মায়াবতী।
উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি নিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী। নিজেই সে কথা ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, এ বার জানা গেল, জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন পদের নির্বাচনেও অংশ নিচ্ছে না তাঁর দল বিএসপি।
আগামী ৩ জুলাই যোগীরাজ্যে জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন পদে নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের ৭৫টি জেলায় ওই পদের জন্য মনোনয়নপত্র জমা পড়ে গিয়েছে। বিজেপি এবং সমাজবাদী পার্টি আপনা দল(এস), রাষ্ট্রীয় লোক দল(আরএলডি) এই নির্বাচনে প্রার্থী দিয়েছে। কিছু নির্দল প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুধু অংশ নেয়নি বহুজন সমাজ পার্টি। মায়াবতী জানিয়েছেন, জেলা পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ পদের নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তাঁর দলকে খাটো করে দেখার কোনও কারণ নেই। সামনের বিধানসভা নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছেন তিনি।