rape

Rape: আত্মহত্যা নির্যাতিতার, প্রমাণের অভাবে মুক্তি পেলেন ধর্ষণে অভিযুক্ত উত্তরপ্রদেশের সাংসদ

ঘোসীর বিএসপি সাংসদ অতুল রাইয়ের বিরুদ্ধে ২০১৮ সালে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী। সেই মামলায় ২০১৯-এ গ্রেফতার অতুল এখনও জেলবন্দি।

Advertisement

সংবাদ সংস্থা

বারাণসী শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ১৭:১৯
Share:

অতুল রাই। ফাইল চিত্র।

ধর্ষিতা তরুণী সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন আত্মহত্যা করেছিলেন এক বছর আগে। তথ্যপ্রমাণে অভাবে এ বার তাঁকে ধর্ষণে অভিযুক্ত উত্তরপ্রদেশের সাংসদকে মুক্তি দিল আদালত।

Advertisement

ঘোসীর বিএসপি সাংসদ অতুল রাইয়ের বিরুদ্ধে ২০১৮ সালে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই তরুণী। অতুল তাঁকে বারাণসীর বাড়িতে ডেকে ধর্ষণ করেন বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। তারই জেরে ২০১৯-এর অগস্টে অতুলকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। এখনও তিনি জেলবন্দি। কিন্তু তথ্যপ্রমাণের অভাবে শনিবার বারাণসীর আদালত অতুলকে বেকসুর খালাস ঘোষণা করেছে।

মামলা চলাকালীন গত বছরের অগস্টে সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন দিয়েছিলেন নির্যাতিতা ২৪ বছরের তরুণী এবং তাঁর এক বন্ধু। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়। গায়ে আগুন দেওয়ার আগে ফেসবুক লাইভে ওই তরুণী অভিযোগ করেছিলেন, সাংসদের উপর থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে নিরন্তর চাপ দেওয়া হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে। তাই মানসিক অবসাদে আত্মহনন করছেন তিনি। অভিযোগ, সেই ‘চাপেরই’ ফল পেলেন অতুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement